PREMIER UNIVERSITY

Department of Electrical and Electronic Engineering

PREMIER UNIVERSITY

Department of Electrical and Electronic Engineering

ইইই বিভাগে ৩৫তম ব্যাচের ওরিয়েন্টেশন

প্রিমিয়ার ইউনিভার্সিটি শিক্ষার্থীদের স্বপ্নকে লালন করে। প্রিমিয়ার ইউনিভার্সিটি ও ইলেক্ট্রিকাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ সকলপ্রকার সুযোগ-সুবিধা তৈরি করে যেন শিক্ষার্থীরা স্বপ্নপূরণে যোগ্য হয়ে ওঠে। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে শিক্ষকরাও আন্তরিকভাবে সচেষ্ট। প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ফল ২০২৪ সেমিস্টারে ইলেক্ট্রিকাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে নতুন ভর্তি হওয়া ৩৫তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা। ২২ সেপ্টেম্বর রবিবার বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের দামপাড়া ক্যাম্পাসস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বর্তমান বিশ্ব দাঁড়িয়ে আছে বিদ্যুতের উপর এবং দিন দিন এই ক্ষেত্রটির সম্পসারিত হচ্ছে। তাই ইলেক্ট্রিকাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের কর্মপরিসরও বাড়ছে প্রতিনিয়ত। ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়াররা তাই আমাদের দেশ গড়ার অন্যতম শক্তি। তাই মানুষের নানান সমস্যা ও সঙ্কট কাটিয়ে উঠতে সহায়তা করবে এমন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে আগামীর প্রকৌশলীদের।

অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার ও সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ বলেন, একাডেমিক জ্ঞানের পাশাপাশি অবশ্যই নিজেদের স্কিল তৈরি করতে হবে। কর্মক্ষেত্রে প্রবেশাধিকার দেয় সিজিপিএ, কিন্তু টিকে থাকার জন্য প্রায়োগিক দক্ষতা এবং সফট স্কিল জরুরি। তাই, শুধুমাত্র সিজিপিএ অর্জনের দিকে মনোনিবেশ করলে হবে না।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আহমদ রাজীব চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয় স্বাধীনতা উপভোগের স্থান হলেও এখানে কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। শিক্ষার উপযোগী পরিবেশ ও সুশৃঙ্খল ক্যাম্পাস বজায় রাখতে এবং অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে কিভাবে আচরণ করতে হবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট কোড অব কন্ডাক্ট আছে, যা শিক্ষার্থীদের মেনে চলতে হবে। নিয়মিত সেশন নেয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয় থেকে এ সংক্রান্ত সচেতনতা শিক্ষার্থীদের মাঝে গড়ে তোলা হয়।

বিভাগের চেয়ারম্যান টোটন চন্দ্র মল্লিকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং অন্যান্য ব্যাচের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

নবাগত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষাপদ্ধতি ও অফিস কার্যক্রম কিভাবে পরিচালিত হয় সে সম্পর্কে ধারণা দেয়া হয় অনুষ্ঠানে। পাশাপাশি এক্সট্রা কারিকুলার এক্টিভিটি হিসেবে বিভিন্ন ক্লাবের কার্যক্রম নিয়েও নবীনদের ধারণা দেওয়া হয়। এসময় IEEE-এর স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি মো. মহিউদ্দিন, রোবটিক্স ক্লাবের টেকনিকাল সেক্রেটারি নাজিয়া সুলতানা ও প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি-এর সদ্য সাবেক সভাপতি সাকিব হোসেন তাদের স্বীয় ক্লাবগুলোর কার্যক্রম ও অর্জন নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ফিমেল কমনরুম উদ্বোধন

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘ইনডোর গেইমস এন্ড স্টুডেন্ট ক্লাব এক্টিভিটিস জোন’ উদ্বোধনে

Read More

সেমিকন্ডাক্টর ওয়েফার ত্রুটি শনাক্তকরণে এআই ও ডিপ লার্নিং প্রযুক্তির রিসার্চ সেমিনার অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগে ৩৬তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠান

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ কেন্দ্রীয় শহীদ মিনারে মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘হাউ টু হ্যান্ডল বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল অন টেন স্ট্যান্ডার্ডস অব অ্যাসেসমেন্ট’ শীর্ষক কর্মশালা

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটি সাংস্কৃতিক দল চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৫-এর মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান

Read More
Copyright © 2024 Premier University IT. All rights reserved.