PREMIER UNIVERSITY

Department of Electrical and Electronic Engineering

PREMIER UNIVERSITY

Department of Electrical and Electronic Engineering

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে শুরু হলো ইইই বিভাগের দুদিনের বঙ্গবন্ধু ইনোভেশন ফেয়ার

প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে প্রিমিয়ার ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৫ বছর পূর্তি উপলক্ষে দুদিনের বঙ্গবন্ধু ইনোভেশন ফেয়ার উদ্বোধন করা হয়েছে। ০৬ মার্চ ২০২৪, বুধবার, সকাল ৯টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে এই বিভাগের উদ্যোগে বঙ্গবন্ধু ইনোভেশন ফেয়ার উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান জনাব এটিএম পেয়ারুল ইসলাম। তিনি উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিভাগের চেয়ারম্যান জনাব টুটন চন্দ্র মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় ট্রেজারার এবং প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ, চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব সাব্বির ইকবাল ও প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব খুরশিদুর রহমান। স্বাগত বক্তা ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক জনাব সাইফুদ্দিন মুন্না। বিভাগের সহকারী অধ্যাপক জনাব তানিয়া নূরের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান জনাব এটিএম পেয়ারুল ইসলাম বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ বঙ্গবন্ধু ইনোভেশন ফেয়ার আয়োজন করেছে। এটা গৌরবের। স্বাধীনতার মাস মার্চ মাসেই হচ্ছে এই আয়োজন। ১৯৭১ সালে এই মাসের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেছিলেন ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। তিনি উপস্থিত শিক্ষার্থীরা ‘স্মার্ট বাংলাদেশের অধিকারী হতে যাচ্ছে’ বলে মন্তব্য করেন এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোক্তা প্রাক্তন মেয়র আলহাজ¦ এবিএম মহিউদ্দিন চৌধুরীকে গভীরভাবে স্মরণ করেন। তিনি বলেন, নবীন শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী শক্তি ভবিষ্যৎ বাংলাদেশের বিনির্মাণে ভূমিকা রাখবে।
প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় ট্রেজারার এবং প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ বলেন, আজকের ইভেন্টগুলোতে যেসব শিক্ষার্থী অংশগ্রহণ করছো, তাদের সকলকে অভিনন্দন।
চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব সাব্বির ইকবাল বলেন, আজকের বঙ্গবন্ধু ইনোভেশন ফেয়ার উপস্থিত শিক্ষার্থীদের জন্য একটি স্মরণীয় ঘটনা। এই ইনোভেশন  ফেয়ার অত্যন্ত সময়োপযোগী।
প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব খুরশিদুর রহমান বলেন, বঙ্গবন্ধু ইনোভেশন ফেয়ারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা চতুর্থ শিল্পবিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ^াস করি। তখন এই অনুষ্ঠানের অভিজ্ঞতা তাদের অবশ্যই কাজে লাগবে।
বিভাগের চেয়ারম্যান জনাব টুটন চন্দ্র মল্লিক বঙ্গবন্ধু ইনোভেশন ফেয়ারের বিভিন্ন ইভেন্ট সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাবলী পেশ করেন।
বঙ্গবন্ধু ইনোভেশন ফেয়ারে চিটাগাং ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়, ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগাং, আহসানউল্লা ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাং, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ), ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি, ওমরগণি এমইএস কলেজ, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, সেন্ট প্লাসিড স্কুল এন্ড কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, শ্যামলি আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট, একেখান ইউসেপ পাবলিক পলিটেকনিক ইনস্টিটিউট, ইসলামিয়া ডিগ্রি কলেজ, সরকারি মুসলিম হাই স্কুল, সানোয়ারা ইসলাম বয়েজ হাই স্কুল, বাংলাদেশ নৌ-বাহিনী স্কুল, পটিয়া জঙ্গলখাইন হাই স্কুল, প্রোবেল একাডেমি, ক্রিয়েটিভ ক্রিয়েশন, ম্যাগামাইন, ই সাইন ই’সহ বাংলাদেশের ৫০টি পাবলিক-প্রাইভেট বিশ^বিদ্যালয় ও স্কুল-কলেজের প্রায় ৫০০ শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। ইভেন্টগুলো হলো, প্রজেক্ট শোকেসিং, পোস্টার প্রেজেন্টেশন, আইডিয়া চ্যালেঞ্জ, রোবো সকার, লাইন ফলোয়ার রোবট রেইস, সায়েন্স অলিম্পিয়াড (স্কুল এন্ড কলেজ) ও রোবোটিক্স অলিম্পিয়াড (আন্ডারগ্র্যাজুয়েট)। এই ইনোভেশন ফেয়ারে সিরিজ সেমিনারেরও আয়োজন রয়েছে।  

Related Events

তড়িৎ প্রকৌশল বিভাগের উদ্যোগে ‘বাবর আলীর এভারেস্ট জয়ের গল্প’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে বুদ্ধ পূর্ণিমা উদযাপন

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির গণিত বিভাগে আন্তর্জাতিক গণিত দিবস ২০২৪ উদযাপন

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ইইই বিভাগের বঙ্গবন্ধু ইনোভেশন ফেয়ারের সমাপনী

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে শুরু হলো ইইই বিভাগের দুদিনের বঙ্গবন্ধু ইনোভেশন ফেয়ার

Read More

The "Robo Soccer Competition" organized By- Department of EEE, Premier University

Read More
Copyright © 2024 Premier University IT. All rights reserved.