২৩ মে ২০২২, সোমবার, বেলা ১ টায় প্রিমিয়ার ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় সভাপতিত্ব করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ, প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য ও একাডেমিক কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. অনুপম সেন। একাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবে সভায় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা, প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক, প্রফেসর অমল ভূষণ নাগ, প্রফেসর ড. মোহীত উল আলম, প্রফেসর ড. তৌফিক সাঈদ, প্রফেসর সোহেল এম. শাকুর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মিহির কুমার রায়। আরও উপস্থিত ছিলেন একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব খুরশিদুর রহমান এবং সদস্য প্রিমিয়ার ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক এম. মঈনুল হক, সহযোগী অধ্যাপক ইফতেখার মনির, সহযোগী অধ্যাপক টুটন চন্দ্র মল্লিক, সহযোগী অধ্যাপক তানজিনা আলম চৌধুরী, সহযোগী অধ্যাপক ফারজানা ইয়াসমিন চৌধুরী ও সহযোগী অধ্যাপক সাদাত জামান খান। এই সভার সঙ্গে একাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবে বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য জনাব রেমন্ড আরেং ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত ছিলেন। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির সোশ্যালজি এন্ড সাসটেইনেবল বিভাগের শিক্ষক সাদিকা সুলতানা চৌধুরী।
একাডেমিক কাউন্সিলের এই সভায় বিগত একাডেমিক কাউন্সিলের সভার কার্যবিবরণী এবং প্রত্যেক বিভাগের আউটকাম বেইসড এডুকেশন কারিকুলাম অনুমোদন করা হয়। এছাড়া প্রিমিয়ার ইউনিভার্সিটির সার্বিক একাডেমিক কার্যক্রম বিষয়ে আলোকপাত করা হয়।
প্রিমিয়ার ইউনিভার্সিটি তড়িৎ প্রকৌশল বিভাগে প্রজেক্ট ও পোস্টার প্রদর্শনী দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ড. সাহিদ মো. আসিফ ইকবাল ও অন্যরা।
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটির বিএসসি ইন ইইই প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ।
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে প্রযুক্তির মানবিক ব্যবহারের উপর সেমিনার অনুষ্ঠিত ।
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগে বরণ ও বিদায় অনুষ্ঠান ।
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগে জেনারেটিভ এআই বিষয়ক সেমিনার ।
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটি ও রেড ডিজির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ।
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগে অ্যাক্রেডিটেশন ভিজিট সম্পন্ন
Read More