নগরীর জিইসি মোড়স্থ প্রিমিয়ার ইউনিভার্সিটির কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে প্রিমিয়ার ইউনিভার্সিটির পক্ষ থেকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করা হয়েছে। ২৬ মার্চ ২০২১, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রিমিয়ার ইউনিভার্সিটির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করার প্রাক্কালে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী ও শিক্ষায় একুশে পদকপ্রাপ্ত প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন বলেন, শত শত বছর বাংলাকে অনেক শাসক শাসন করেছে। তারা শাসক হিসেবে কখনো স্বাধীন, কখনো পরাধীন ছিল বটে; কিন্তু বাঙালিরা কখনো স্বাধীন ছিল না। এমনকি তাদের মুখের ভাষা বাংলাও কখনো সরকারি দপ্তরের ভাষা ছিল না। ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্রের অভ্যুদয় ঘটলে বাঙালিরা মনে করেছিল, তারা স্বাধীন হলো; কিন্তু অচিরেই বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা না করার ষড়যন্ত্র শুরু হলে, তারা উপলব্ধি করল, আসলে তারা নতুন করে পশ্চিম পাকিস্তানীদের কাছে পরাধীন হয়েছে। তারপর শুরু হয় ভাষা আন্দোলন। এই আন্দোলনের সূত্র ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুরু করেছিলেন বাঙালির অধিকার আদায়ের কঠোর সংগ্রাম। ১৯৬৬ সালে তিনি ঘোষণা করেন ছয় দফা। তিনি এই ছয় দফা ঘোষণা না করলে বাংলাদেশ স্বাধীন হতো না। এটা ছিল বাঙালির অর্থনৈতিক মুক্তির সনদ।
ড. অনুপম সেন ২৫ মার্চের গণহত্যার বিবরণ প্রদান করে বলেন, ২৫ মার্চ রাতে গণহত্যা শুরুর পর পর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেন।
উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করার সময় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক, কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম, প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ, ব্যবসা-শিক্ষা অনুষদের সহকারী ডিন এম. মঈনুল হক, গণিত বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ইফতেখার মনির, আইন বিভাগের চেয়ারম্যান তানজিনা আলম চৌধুরী, ইংরেজি বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খান, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন চৌধুরী প্রমুখ। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপাচার্যের উপদেষ্টা ও চীফ ইঞ্জিনিয়ার জনাব মো. আবু তাহের, রেজিস্ট্রার জনাব খুরশিদুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক জনাব শেখ মুহাম্মদ ইব্রাহিম প্রমুখ।
Conclusion of the Five-Week Boot Camp on ‘Machine Learning and Artificial Intelligence’ at Premier University
Read MoreOrientation Program of the 37th Batch of EEE Department Held at Premier University.
Read MoreOrientation Program of the 37th Batch of EEE Department Held at Premier University..
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটি তড়িৎ প্রকৌশল বিভাগে প্রজেক্ট ও পোস্টার প্রদর্শনী দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ড. সাহিদ মো. আসিফ ইকবাল ও অন্যরা।
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটির বিএসসি ইন ইইই প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ।
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে প্রযুক্তির মানবিক ব্যবহারের উপর সেমিনার অনুষ্ঠিত ।
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগে বরণ ও বিদায় অনুষ্ঠান ।
Read More