উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ফারজানা ইয়াসমিন চৌধুরী, এই আয়োজনে প্রধান অতিথির আসন অলংকৃত করেন উপমহাদেশের প্রখ্যাত সমাজ বিজ্ঞানী শিক্ষায় ২১শে পদক প্রাপ্ত অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভারসিটির উপ-উপাচার্য ড. কাজী শামীম সুলতানা, কলা এবং সমাজ বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মুহিতউল আলম এবং অত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার খুরশিদুর রহমান। এই আয়োজনে বিভাগীয় প্রধান ফারজানা ইয়াসমিন চৌধুরী তাঁর উদ্বোধনী বক্তব্যে নতুন ছাত্রছাত্রীদের বিভাগে স্বাগত জানান সেই সাথে বিদায়ী ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভ কামনা ব্যক্ত করেন। মাননীয় উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন তাঁর বক্তব্যে নতুন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন অর্থনীতির পাঠ শুধুমাত্র তত্ত্ব এবং গণিত ভিত্তিক না হয়ে তা যেন মানব কল্যান ভিত্তিক হয়ে ওঠে। উপ-উপাচার্য ড. কাজী শামীম সুলতানা এই আয়োজনে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন অর্থনৈতিক উন্নয়ন আমাদের সবার কাম্য কিন্তু সেটা কখনই মানবিক এবং প্রাকৃতিক বিপর্যয়ের বিনিময়ে নয়। ড. মুহিত-উল-আলম তাঁর বক্তব্যে বলেন সব সামাজিক ইস্যুকে যেমন অর্থনৈতিক দৃষ্টিভঙ্গী থেকে দেখা উচিৎ নয় তেমনই ব্যক্তি উদ্যোক্তাদের সাফল্যের কারনে রাষ্ট্রের আর্থ- সামাজিক উন্নয়নকে অস্বীকার করার সুযোগ নেই। পরে মাননীয় উপাচার্য মহোদয় কেক কেটে অর্থনীতি বিভাগের ক্লাব Premier University Economists Forum (PUEF) এর উদ্বোধন ঘোষণা করেন। এই ঘোষনায় তিনি ক্লাবের জন্য শুভ কামনা ব্যক্ত করেন। এই আয়োজনে ফরমাল সেশন এবং মধ্যাহ্ন ভোজ পরবর্তী এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানটি অর্থনীতি বিভাগের ছাত্র ছাত্রীদের অংশ গ্রহনে অত্র বিভাগের কালচারাল ক্লাব আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে বিভাগের সকল শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী এবং কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
'RUET DC Inter University Debate Competition 2023' এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি।
Read Moreরোবো সকার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন প্রিমিয়ার ইউনিভার্সিটির পিইউসি-রোবোটিক্স ক্লাব।
Read MoreMarketing discipline of Premier University Chottogram, has celebrated the 6th Bangladesh Marketing day 2023
Read MorePremier University Mooting Team is participating in Henry Dunant Memorial Moot Court Competition 2023
Read MoreLiterary Seminar by Department of English Language & Literature
Read Moreকম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩৫তম ব্যাচের ‘কোর্স কমপ্লিশন সিরমনি’ অনুষ্ঠিত হলো।
Read Moreজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।
Read More