প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় তড়িৎ প্রকৌশল বিভাগের উদ্যোগে প্রজেক্ট ও পোস্টার
প্রেজেন্টেশন ডে অনুষ্ঠিত।
গতকাল ০৩-০৭-২০২৪ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগ কর্তৃক প্রজেক্ট ও পোস্টার প্রদর্শনী দিবস পালিত হয়| উক্ত প্রদর্শনীতে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের বিভিন্ন সেমিস্টারে অধ্যায়নরত ছাত্রছাত্রীরা তাদের স্পিং ২০২৪ সেশন এর ৮৩টি প্রজেক্ট ও ৬৮টি পোষ্টার উপস্থাপন করেন যা ছিল বিভিন্ন ল্যাবরেটরি কোর্সের অংশ। দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর তড়িৎ ও ইলেকট্রনিক বিভাগের অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন। বিভাগের চেয়ারম্যান টুটন চন্দ্র মল্লিক এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের বক্তব্য রাখেন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইফুদ্দিন মুন্না, গণিত বিভাগের সহকারী অধ্যাপিকা তানিয়া নুর, তড়িৎ প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক সামিনা আলম।
প্রধান অতিথি অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, প্রকৌশল বিদ্যার ছাত্র-ছাত্রীদের প্রকৃতপক্ষে দক্ষ প্রকৌশলী হতে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক কাজে পারদর্শী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাত্ত্বিক জ্ঞান তাদের বুনিয়াদি ধারণা গড়ে তুলতে সাহায্য করে, কিন্তু ব্যবহারিক কাজ তাদের সেই জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করতে শেখায়। প্রকৌশল শিক্ষার্থীদের সবসময় বিভিন্ন ধরনের উদ্ভাবনী প্রকল্পে অংশ নিতে হয়, যা তাদের দক্ষতা এবং সৃজনশীলতাকে আরও উন্নত করে। আজকের এই আয়োজনে শিক্ষার্থীরা নিজেদেরকে বড় বড় প্রজেক্ট করার জন্যে প্রস্তুত করতে পারবে। এই ধরনের কার্যক্রম তাদের বাস্তব জীবনের সমস্যা সমাধানে সক্ষম করে তোলে এবং তাদের মধ্যে দলবদ্ধভাবে কাজ করার ক্ষমতাও বৃদ্ধি করে। এমনকি এই আয়োজনগুলি তাদের নেতৃত্বের গুণাবলী বিকাশেও সহায়ক হয়। তিনি আশা প্রকাশ করেন যে, এই প্রদর্শনী ছাত্র-ছাত্রীদেরকে ভবিষ্যতে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখতে সক্ষম করবে। এই চতুর্থ শিল্প বিপ্লবের যুগে, প্রযুক্তি দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং শিক্ষার্থীদেরকে সেই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া এবং নতুন উদ্ভাবন করার দক্ষতা অর্জন করতে হবে। প্রদর্শনী এবং প্রজেক্ট কাজের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তাভাবনা প্রসারিত করবে এবং প্রযুক্তিগত দক্ষতাকে আরও উন্নত করবে।
এটি তাদেরকে শুধু একাডেমিক জীবনে নয়, বরং পেশাগত জীবনে সফল পেশাজীবী হিসেবে গড়ে তুলতেও সহায়ক হবে। তাদের এই অভিজ্ঞতা ভবিষ্যতে বড় বড় প্রকল্প এবং উদ্ভাবনী উদ্যোগে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এভাবে তারা শুধু নিজেরাই সফল হবে না, বরং দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।
সভাপতি তার বক্তব্যে বলেন, আমাদের তড়িৎ প্রকৌশল বিভাগ সম্প্রতি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সদস্য পদ লাভ করেছে, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এই সদস্যপদ প্রাপ্তির পর আমরা আমাদের বিভাগের শিক্ষার্থীদের জন্য আরও উন্নত ও যুগোপযোগী শিক্ষা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য আউটকাম-বেইসড কারিকুলাম গ্রহণ করেছি, যা তাদের প্রকৃত দক্ষতা ও জ্ঞান অর্জনে সহায়ক। এই কারিকুলামের একটি বড় অংশ নিয়মিত ল্যাব প্রজেক্ট ও পোস্টার প্রেজেন্টেশন, যা শিক্ষার্থীদের ব্যবহারিক ও তাত্ত্বিক জ্ঞানকে একত্রিত করে। আমাদের শিক্ষার্থীরা নিয়মিত ল্যাব প্রজেক্টের মাধ্যমে হাতে-কলমে কাজ করার অভিজ্ঞতা অর্জন করছে এবং পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমে তাদের প্রকল্পগুলি উপস্থাপন করার দক্ষতা বাড়াচ্ছে। এই প্রক্রিয়ার মাধ্যমে তারা ভবিষ্যতে চতুর্থ শিল্প বিপ্লব ও স্মার্ট বাংলাদেশ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে। আমাদের বিশ্বাস, এই শিক্ষাক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা উদ্ভাবনী চিন্তাধারা ও প্রযুক্তিগত দক্ষতা বিকাশ করবে, যা তাদেরকে দেশের উন্নয়নে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিযোগিতামূলক হয়ে উঠতে সহায়তা করবে।
উক্ত প্রদর্শনীতে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলে, গণিত বিভাগের সহকারী অধ্যাপক কল্লোল দে, প্রভাষক সরিৎ ধর, প্রভাষক আসিফ মোহাম্মদ সিদ্দিকী, প্রভাষক রাহুল চৌধুরী, প্রভাষক সৌমেন দত্ত, প্রভাষক আবীর ধর, প্রভাষক মনিষা দে সহ বিভাগের ২৫০জন ছাত্র-ছাত্রি। প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও সেরা জনকে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।