প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে তড়িৎ প্রকৌশল বিভাগের উদ্যোগে
প্রজেক্ট ডে ফল-২০২৪ অনুষ্ঠিত
০২-১-২০২৫ তারিখে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের উদ্যোগে প্রজেক্ট ডে ফল-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে বিভাগের বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা ৬৭টি প্রকল্প ও ৩৯টি পোস্টার প্রদর্শন করেন, যা তাদের ল্যাবরেটরি কোর্সের অংশ হিসেবে প্রস্তুত করা হয়েছে।
প্রদর্শনীতে
বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থীদের অংশগ্রহণে লাইন ফলোয়ার রোবট প্রতিযোগিতা
অনুষ্ঠিত হয়, যেখানে ১২টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায়
অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা এবং প্রযুক্তিগত জ্ঞানের প্রয়োগের
মাধ্যমে প্রকৌশল শিক্ষার ব্যবহারিক দিকের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক টুটন
চন্দ্র মল্লিক। তিনি বলেন, “একজন
দক্ষ প্রকৌশলী হতে হলে কেবল তাত্ত্বিক জ্ঞান অর্জন করলেই হবে না, ব্যবহারিক
দক্ষতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৌশল শিক্ষার্থীদের গবেষণাধর্মী ও উদ্ভাবনী
কাজের মাধ্যমে বাস্তব সমস্যার সমাধান খুঁজতে হবে। আজকের এই আয়োজন শিক্ষার্থীদের
ভবিষ্যতে আরও বড় প্রকল্প বাস্তবায়নে সক্ষম করে তুলবে।”
তিনি
আরও বলেন, “আমাদের আউটকাম বেইসড
কারিকুলামের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নিয়মিত ল্যাব প্রজেক্ট ও পোস্টার
প্রেজেন্টেশন শিক্ষার্থীদের চতুর্থ শিল্প বিপ্লব ও স্মার্ট বাংলাদেশ গঠনের উপযোগী
করে তুলছে।”
অনুষ্ঠানের
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রভাষক আসিফ মোহাম্মদ সিদ্দিকী ও প্রভাষক রাহুল
চৌধুরী। প্রদর্শনীতে আরও উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাইফুদ্দিন
মুন্না, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক তানিয়া নূর, সহকারী অধ্যাপক সামিনা আলম,
সহকারী অধ্যাপক কল্লোল দে, প্রভাষক সরিৎ ধর, প্রভাষক সোমেন দত্ত, প্রভাষক মনিষা
দে, প্রভাষক আবীর ধর, প্রভাষক জয়নব বিনতে আহমেদ, প্রভাষক ফারিয়া তাহসিন, এবং
বিভাগের প্রায় ২৫০ জন শিক্ষার্থী।
প্রদর্শনীর শেষ পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। বক্তারা আশা প্রকাশ করেন যে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাধারার বিকাশ ঘটিয়ে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করবে।
প্রজেক্ট ডে ফল-২০২৪
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে হিম উৎসব ও কাওয়ালী সন্ধ্যা
Read Moreপ্রজেক্ট ডে স্প্রিং-২০২৪
Read Moreতড়িৎ প্রকৌশল বিভাগের উদ্যোগে ‘বাবর আলীর এভারেস্ট জয়ের গল্প’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে বুদ্ধ পূর্ণিমা উদযাপন
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী
Read Moreপ্রিমিয়ার বিশ্ববিদ্যালয় তড়িৎ প্রকৌশল বিভাগে ফোকাস গ্রুপ ডিসকাশন অনুষ্ঠিত
Read More