কারিকুলাম হালনাগাদ, SA অ্যাক্টিভিটি ও পিইও মূল্যায়নে অংশ
নেয় প্রাক্তন শিক্ষার্থী ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের তড়িৎ প্রকৌশল
বিভাগে অনুষ্ঠিত হয়েছে একটি ফলপ্রসূ ফোকাস
গ্রুপ ডিসকাশন, যার মূল উদ্দেশ্য ছিল কারিকুলাম হালনাগাদ, প্রোগ্রাম
এডুকেশনাল অবজেকটিভ (PEO) অ্যাটেইনমেন্ট মূল্যায়ন এবং SA (Self-Assessment) কার্যক্রম
এগিয়ে নেওয়া।
উক্ত আয়োজনে অংশগ্রহণ করেন বিভাগীয় শিক্ষকবৃন্দ,
বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ এবং চট্টগ্রামের বিভিন্ন খ্যাতনামা শিল্পপ্রতিষ্ঠানের
৩০ জন প্রতিনিধি। মোট অংশগ্রহণকারী ছিলেন প্রায় ১১০ জন, যার মধ্যে ৮০ জন ছিলেন বিভাগের
অ্যালামনাই।
বক্তারা বলেন, ২০৩০ সালের উন্নত বাংলাদেশের চাহিদা
মাথায় রেখে কারিকুলাম হালনাগাদ করা সময়োপযোগী। বর্তমান শিক্ষাব্যবস্থা কেবল পাস-ফেলের
ভিত্তিতে নয়, বরং শিক্ষার্থীরা কী শিখছে সেটিই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
প্রধান অতিথি প্রফেসর মিহির কুমার রায়, “আমাদের
অ্যালামনাইরা বিশ্ববিদ্যালয়ের প্রকৃত ব্র্যান্ড অ্যাম্বাসেডর। কর্মক্ষেত্রে তাদের সফলতা
আমাদের গর্বিত করে।”
এই সেশনে অংশ নেওয়া শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে ছিল:
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে একটি সার্ভে পরিচালনা করা হয়, যার মাধ্যমে
ভবিষ্যতের কারিকুলাম উন্নয়নে গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ সংগ্রহ করা হয়।
চেয়ারম্যান টুটন চন্দ্র মল্লিক বলেন, “এই আলোচনার মাধ্যমে প্রাপ্ত অভিজ্ঞতা ও তথ্য বিভাগীয়
কারিকুলাম হালনাগাদের ক্ষেত্রে পথপ্রদর্শক ভূমিকা পালন করবে। আমরা কৃতজ্ঞ, অ্যালামনাই
ও ইন্ডাস্ট্রির প্রতিনিধিরা সময় দিয়ে এই প্রয়াসকে সফল করেছেন।”
উল্লেখ্য, এই আয়োজন ছিল তড়িৎ প্রকৌশল বিভাগের SA
কার্যক্রমের অংশ, যা শিক্ষা মানোন্নয়ন ও শিল্প–শিক্ষা সংযোগ জোরদারে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
প্রজেক্ট ডে ফল-২০২৪
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে হিম উৎসব ও কাওয়ালী সন্ধ্যা
Read Moreপ্রজেক্ট ডে স্প্রিং-২০২৪
Read Moreতড়িৎ প্রকৌশল বিভাগের উদ্যোগে ‘বাবর আলীর এভারেস্ট জয়ের গল্প’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে বুদ্ধ পূর্ণিমা উদযাপন
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী
Read Moreপ্রিমিয়ার বিশ্ববিদ্যালয় তড়িৎ প্রকৌশল বিভাগে ফোকাস গ্রুপ ডিসকাশন অনুষ্ঠিত
Read More