প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে ইউনিভার্সিটির সকল শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীকে কোভিড-১৯-এর বুস্টার টিকা (৪র্থ ডোজ) প্রদানের কর্মসূচি সম্পন্ন হয়েছে ১৫ জুন ২০২৩, বৃহস্পতিবার। প্রিমিয়ার ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের সহযোগিতায় এবং চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ সরকারের টিকাদান কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই টিকাদান কর্মসূচিতে সকাল ৯টা থেকে দিনব্যাপী টিকা প্রদান করা হয়। শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ অফিসিয়াল আইডি কার্ড এবং সুরক্ষায় নিবন্ধিত টিকা কার্ড নিয়ে টিকা গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন, মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা, ট্রেজারার (ভারপ্রাপ্ত) প্রফেসর একেএম তফজল হক, চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব খুরশিদুর রহমান, পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান জনাব মো. জাহেদুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায় সুজন বড়ুয়া এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের হেলথ এডুকেটর সম্পদ দে। প্রফেসর ড. অনুপম সেন বলেন, বাংলাদেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করার জন্য বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যেসব পদক্ষেপ গ্রহণ করেছেন, তার মধ্যে টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাংলাদেশে এই টিকাদান কর্মসূচি এমন সাফল্য অর্জন করেছে, যা অভূতপূর্ব। তিনি বলেছেন, আমেরিকার লোকসংখ্যা ৩৪ কোটি, করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে প্রায় ১১ লক্ষ। বাংলাদেশের লোকসংখ্যা ১৭ কোটি, যা আমেরিকার প্রায় অর্ধেক, কিন্তু মারা গেছে মাত্র ২৯ হাজার। এই সাফল্য বাংলাদেশের জন্য একটি পরম প্রাপ্তি, যা বহির্বিশ্বের জানা উচিত।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেওয়া টিকা কার্যক্রম সফল হওয়ায় বাংলাদেশে করোনা নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে। বুস্টার টিকা (৪র্থ ডোজ) হলো আপডেট ভার্সন, যা প্রিমিয়ার ইউনিভার্সিটিতে প্রদান করা হলো।
টিকাদান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্যানিটারি ইন্সপেক্টর ও মেডিকেল টেকনোলজিস্টবৃন্দ।
'RUET DC Inter University Debate Competition 2023' এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি।
Read Moreরোবো সকার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন প্রিমিয়ার ইউনিভার্সিটির পিইউসি-রোবোটিক্স ক্লাব।
Read MoreMarketing discipline of Premier University Chottogram, has celebrated the 6th Bangladesh Marketing day 2023
Read MorePremier University Mooting Team is participating in Henry Dunant Memorial Moot Court Competition 2023
Read MoreLiterary Seminar by Department of English Language & Literature
Read Moreকম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩৫তম ব্যাচের ‘কোর্স কমপ্লিশন সিরমনি’ অনুষ্ঠিত হলো।
Read Moreজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।
Read More