প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে ইংরেজি বিভাগের ৩৬তম ব্যাচের ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুন ২০২৩, সোমবার, বিকেল ৩টায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। উপস্থিত ছিলেন মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা, ইংরেজি বিভাগের চেয়ারম্যান জনাব সাদাত জামান খান, সহকারী অধ্যাপক গাজী শাহাদাত হোসেন, সহকারী অধ্যাপক আবদুর রহিম ও প্রভাষক দুহিতা চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন বলেন, পৃথিবীতে ৭৫০ কোটি মানুষের মধ্যে ২০০ কোটি মানুষ ইংরেজি ভাষায় কথা বলে। প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা ইংরেজি ভাষা শিখবে, ইংরেজি সাহিত্যের চর্চা করবে এটাই স্বাভাবিক। কিন্তু প্রকৃত মানুষ হয়ে উঠার জন্য তাদের সংস্কৃতিরও চর্চা করতে হবে, করতে হবে খেলাধুলা। সুতরাং এই বিভাগের ৩৬তম ব্যাচের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের আয়োজন নিঃসন্দেহে প্রশংসার যোগ্য।
ড. সেন উল্লেখ করেন, ষাট দশকে চট্টগ্রামে প্রচুর পুকুর ও খেলার মাঠ ছিল, কিন্তু এখন নেই। তিনি চট্টগ্রামে খেলার মাঠ সৃষ্টির উপর গুরুত্বারোপ করেন।
শেষে তিনি টুর্নামেন্টে বিজয়ী ও রানার্স আপ দলকে পুরস্কার তুলে দেন। উল্লেখ্য, সম্প্রতি কাতালগঞ্জে ইংরেজি বিভাগের ৩৬তম ব্যাচের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
প্রজেক্ট ডে ফল-২০২৪
Read More
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে হিম উৎসব ও কাওয়ালী সন্ধ্যা
Read More
প্রজেক্ট ডে স্প্রিং-২০২৪
Read More
তড়িৎ প্রকৌশল বিভাগের উদ্যোগে ‘বাবর আলীর এভারেস্ট জয়ের গল্প’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে বুদ্ধ পূর্ণিমা উদযাপন
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী
Read More
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় তড়িৎ প্রকৌশল বিভাগে ফোকাস গ্রুপ ডিসকাশন অনুষ্ঠিত
Read More